¡Sorpréndeme!

নড়িয়ার এক ইঞ্চি মাটিও পদ্মায় বিলীন হতে দেব না || AKM Enamul Haque Shamim || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি শরীয়তপুরের পদ্মা নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শন করেন...

একেএম এনামুল হক শামীম বলেন...

নড়িয়ার আর এক ইঞ্চি মাটিও পদ্মায় বিলীন হতে দেব না।

শেখ হাসিনা মানবতার মা।

তিনি মানুষের কল্যাণে জীবনের সবকিছু উৎসর্গ করেছেন।

এজন্য যা করা দরকার শেখ হাসিনা তাই করবেন।

এ সময় বাঁধ নির্মাণের খোঁঁজ-খবর নেন এবং বাঁধা নির্মাণ এলাকা ঘুড়ে দেখেন।

তিনি আরও বলেন এখন প্রতিদিন ১৬শ’ জিও ব্যাগ ফেলা হচ্ছে।

আগামী সপ্তাহে প্রতিদিন অন্তত ২০ হাজার জিও ব্যাগ ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

ড্রেজিং কাজ শুরু করা হবে। এপ্রিল মাসের মধ্যেই জিও ব্যাগ ফেলার কাজ সমাপ্ত করার কথা জানান শামীম।

#jagonews24